মাদারীপুর জেলার শিবচর উপজেলার দ্বিতীয়খন্ড ইউনিয়নের একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান। উক্ত ইউনিয়নের অন্য কোন মাধ্যমিক ও নিম্ম মাধ্যমিক বিদ্যালয় নাই এবং ৬.০০কি.মি এর মধ্যে কোন শিক্ষা প্রতিষ্ঠান নাই।
দ্বিতীয়াখন্ড খলিফা কান্দি লিটন চৌধুরীর বিদ্যালয়টি প্রতিষ্ঠিত গরিব এলাকায় প্রায় ১৬ হাজার লোক বসবাস করে। অত্র বিদ্যালয়টি নিম্ম মাধ্যমিক স্তরে ০১-০১-১৯৯৯ইং তারিখে পাঠদানের অনুমতি, ০১-০১-২০০২ইং তারিখে অস্থায়ী স্বীকৃতি ২০০৩-২০০৪অর্থ বছরে নিম্মমাধ্যমিক স্থরে এনপিও ভুক্ত লাভ করে। ০১-০১-২০১০ইং তারিখে নবম শ্রেণী খোলার অনুমতি ০১-০১-২০১৩ইং তারিখ হইতে মাধ্যমিক অস্থায়ী একাডেমিক স্বীকৃতি পাওয়ার নবম ও দশম শ্রেণী এম.পি.ও ভুক্তির জন্য শিক্ষা মন্ত্রনালয় প্রক্রিয়াধীন। বিদ্যালয়টি ০১ একর ৫০শতাংশ জমিসহ ১২০ফুট দৈর্ঘ্য আধাপাকা টিনশেট ভবন ও নতুন ৯১ফুট দৈর্ঘ্য একটি ফ্যাসেলিটিজ ভবন রয়েছে।
এড্যাভোকেট মো: হাবিবুর রহমান- সভাপতি।
দ্বিতীয়াখন্ড খলিফাকান্দি লিটন চৌধুরীর উচ্চ বিদ্যালয়।
ডাকঘর: শিকদারহাট, উপজেলা: শিবচর, জেলা: মাদারীপুর।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস